2025-09-25
Ramnagar, Agartala,Tripura
অপরাধ দেশ

আর.এস. পুরা সেক্টরে পাকিস্তানি অনুপ্রবেশকারী আটক

জনতার কলম ওয়েবডেস্ক:- জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর.এস. পুরা সেক্টরে আজ এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সতর্ক বিএসএফ জওয়ানরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ওই ব্যক্তির গতিবিধি নজরে আনেন এবং ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার পরপরই তাকে আটক করা হয়।

চলতি মাসে এটি দ্বিতীয় ঘটনা যখন পাকিস্তানি নাগরিককে আর.এস. পুরা সেক্টর থেকে আটক করল বিএসএফ। এর আগে চলতি মাসের ৮ তারিখে ওই সেক্টরের অক্ট্রই এলাকায় আরও এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করেছিল বিএসএফ।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service