জনতার কলম ওয়েবডেস্ক :- হোম গ্রাউন্ডে প্রথমে ব্যাট করতে নামে আরসিবি। শুরুটাও দুর্দান্ত। প্রথম তিন ওভারের মধ্যেই ৫০ আরসিবির। সেখান থেকে ২০০ স্কোরের স্বপ্ন দেখা শুরু করেছিলেন সমর্থকরাও। কিন্তু কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে ফিল সল্টের রান আউটেই সব ওলটপালট। বিনা উইকেটে ৬১ থেকে দ্রুতই ১০২-৫। ভাঙন যদিও থামেনি। শেষ দিকে টিম ডেভিডের ২০ বলে ৩৭ রানের ক্য়ামিও ইনিংসের সৌজন্যে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ করে আরসিবি।
ফাফ ডুপ্লেসি ফেরায় লোকেশ রাহুল ফের মিডল অর্ডারে। যদিও তাঁকে নামতে হল পাওয়ার প্লে-তেই। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ এবং তৃতীয় ওভারের শুরু। পরপর ফাফ ডুপ্লেসি ও জ্যাক ফ্রেজারের উইকেট নেন যশ দয়াল ও ভুবনেশ্বর কুমার। পাওয়ার প্লে-তে অভিষেক পোড়েলকেও ফেরান ভুবি। ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ছিল দিল্লিও।
ব্যক্তিগত ৫ রানে রাহুলের ক্যাচ ফসকান আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদার। সেই রাহুলই অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলেন। পঞ্চম উইকেটে তাঁকে যোগ্য সঙ্গ দেন তরুণ প্রোটিয়া ব্যাটার ত্রিস্তান স্টাবস। ২৩ বলে ৩৮ রান করেন। ১৩ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় দিল্লি ক্যাপিটালসের।
Leave feedback about this