2024-12-14
agartala,tripura
রাজ্য স্বাস্থ্য

আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের : মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  আগরতলা রেন্টার্স কলোনি এলাকায় আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ করা যায় কিনা চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এখন প্যারাডাইস চৌমুহনী স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে প্রাথমিকভাবে আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। স্টেট আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে এই পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

সোমবার স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য অধিকর্তা সঞ্জীব দেববর্মা সহ অন্য আধিকারিকদের নিয়ে রাজধানীর প্যারাডাইস চৌমুহনীস্থিত আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সমস্ত বিষয় খতিয়ে দেন। সমস্যাগুলি সম্পর্কে অবগত হন। শয্যা সংখ্যা কম হওয়ায় মেঝেতে রোগীদের জায়গায় দেওয়া হয়েছে। তাও স্ব-চোখে দেখেন মুখ্যমন্ত্রী। কথা বলেন,হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও রোগীদের সঙ্গে। স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে অনেক রোগী আসেন পরিষেবা নিতে।

যেসব সমস্যা রয়েছে হাসপাতালে সেগুলি সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন পরিদর্শনকালে একথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে প্রাথমিকভাবে আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। ইতিমধ্যে স্বাস্থ্য সচিব কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন। তিনি জানান চিন্তা ভাবনা রয়েছে পরে রেন্টার্স কলোনি স্টেট হোমিওপ্যাথি হাসপাতালের পাশের জায়গায় আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ খোলার।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service