2024-12-15
agartala,tripura
খেলা

আয়ারল্যান্ডে বসে চন্দ্রযান – ৩ এর ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলেন ভারতীয় ক্রিকেটাররা

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতীয় দল এখন আয়ারল্যান্ডে তাদের টি২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলতে চলছে, এমনিতে দুটি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে জসপ্রিত বুমরাহর দল। আজ ম্যাচটা নিয়মরক্ষার। তবে ভারত অবশ্যই চাইবে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে।অন্যদিকে, চাঁদের মাটিতে নতুন ইতিহাস লিখেছে ভারত। চন্দ্রযান ৩ চাঁদের কুমেরু অভিযানে সফল।বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত এই ইতিহাস লিখল। আজ দেশ ও দেশবাসীর গর্বের দিন। এমন দিনে ভারতীয় দলের ক্রিকেটাররা বিদেশে। তবে আয়ারল্যান্ডে বসে চন্দ্রযান ৩-এর সাফল্যে উপভোগ করলেন বুমরাহরা। ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের মাটি ছুঁতেই হাততালি দিয়ে ওঠে গোটা ভারতীয় দল। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। বিরাচ কোহলি, রোহিত শর্মারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসরোর এই সাফল্যে গর্বিত বলে জানিয়েছেন। দেশের এমন সাফল্যের দিনে শুভেচ্ছা জানিয়েছেন হার্দিক পান্ডিয়া।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service