জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অল্পতে রক্ষা পেল আয়তরমার তৃতীয় তলার অফিস গুলো। আচমকা ঘটে যাওয়া অগ্নিকান্ডে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় আয়তরমা সেন্ট্রামের ত্রিতল ভবনে। এখানে একটি ল ফার্মে অগ্নিকান্ড ঘটে রবিবার। আচমকা ধোয়া উঠতে দেখতে পান মলের অন্যান্য সদস্যরা। সাথে সাথে সকলে মাইল আগুন নেভানোর চেষ্টায় লেগে পরে। প্রাথমিক পর্যায়ে থাকায় নিজেরাই নিয়ন্ত্রণে নিয়ে আসে আগুন।
যদিও সাথে সাথেই খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দপ্তরে। তবে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। রয় এন্ড বণিক ফার্মে কিভাবে আগুন লাগে সে সম্পর্কে সংবাদ মাধ্যমকে অবগত করেন ফার্ম এর মালিক ইন্দ্রজিৎ বণিক। তিনি জানান , সময়মতো সকলের সহযোগিতার জন্য অল্পে রক্ষা হয়েছে। নতুবা বড়োসড়ো কোন দুর্ঘটনা ঘটে যেতে পারতো। প্রাথমিকভাবে ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা।
Leave feedback about this