জনতার কলম ওয়েবডেস্ক :- জম্মু ও কাশ্মীর এর ৩৭০ ধারার উপর সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে, PDP প্রধান মেহবুবা মুফতি সোমবার নিজ সামাজিক মাধ্যমে জম্মু, কাশ্মীর ও লাদাখের জনতাদের উদ্দেশ্যে এক বিবৃতি তে জানান, আমাদের হতাশ হওয়া উচিত নয়। জম্মু ও কাশ্মীর বেশ কিছু উত্থান-পতন দেখেছে। সুপ্রিম কোর্টের রায় বলে যে ৩৭০ অনুচ্ছেদ একটি অস্থায়ী বিধান ছিল, এটি আমাদের পরাজয় নয়, কিন্তু ভারতের ধারণার পরাজয়। আমি দেশের জনগণকে বলতে চাই যে আপনারা অনেকেই এই রায় নিয়ে আনন্দের সহিদ উদযাপন করছেন। আজ জম্মু ও কাশ্মীরকে কারাগারে পরিণত করা হয়েছে, এবং সমস্ত দোকানদারদের নির্দেশ দিয়েছেন সকাল ১০টার আগে তারা তাদের দোকান খুলবেন না। আমরা গৃহবন্দি ছিলাম। এটি একটি রাজনৈতিক যুদ্ধ যা যুগ যুগ ধরে চলে আসছে এবং এর জন্য বহু মানুষ তাদের জীবন উৎসর্গ করেছে। আমরা এটা ছাড়ব না। আমাদের একত্রিত হয়ে লড়াই করতে হবে। তবে জম্মু,কাশ্মীর বাসিদের তিনি আরো বলেন যেন হার না মানেন। একদিন এমন আসবে সারাদেশে এই সরকার মানুষের সাথে এমন করবেন তখন আমরা আনন্দ উদযাপন করবো না বরং দুয়া করবো আল্লার কাছে।
Leave feedback about this