জনতার কলম ওয়েবডেস্ক :- ২৮ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ-ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে শুক্রবার ২৬ এপ্রিল সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক নাহিদা। সেখানে তিনি জানিয়েছেন নিজেদের প্রস্তুতির কথা।
নাহিদা বলেন, ‘আমরা এখানে খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আরও একটা দিন আছে। আশা করি, ভালো প্রস্তুতি হবে। গতকাল আর আজ আমাদের ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করেছে। বোলাররাও খুব ভালো করেছে।’
সর্বশেষ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো পাত্তাই পায়নি বাংলাদেশ। এই সিরিজে খেলার আগে সেই বিষয়টিও মাথায় রেখেছে টাইগ্রেসরা, ‘আমাদের ভালো খেলতে হবে। এটা নিশ্চিত যে ভালো না খেললে ম্যাচ জেতা যাবে না। যেদিন ভালো খেলবেন, সেদিন ম্যাচ জিতবেন। আমাদেরও সে চেষ্টাই থাকবে। এখন আমরা একটা ভালো জায়গায় আছি। আমরা যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তাহলে ভালো কিছু করতে পারব।
Leave feedback about this