2025-10-25
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

আমবাসায় ব্যারিকেডে আটকা প্রতিমা, প্রশ্ন তুললেন “কোথায় ছিল আপনার বীরত্ব?”

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আগরতলা থেকে ধর্মনগরের এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে পুলিশ বাধা দিয়েছে। আজ সকালে নাইলাবাড়ি থেকে শুরু করে কমলপুর-আমবাসা ট্রাই জংশনে পর্যন্ত তাঁর কনভয়কে পুলিশের ব্যারিকেডের মুখে পড়তে হয়।

প্রতিমা ভৌমিক কমলপুর-আমবাসা ট্রাই জংশনে গিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি করেন। তিনি প্রশ্ন তুলেছেন, “বনধের সময় শান্তিরবাজারে নীরিহ মানুষের উপর হামলা চলছিল, তখন কোথায় ছিলেন আপনারা? এখন হঠাৎ বীরত্ব দেখাচ্ছেন?”

উক্ত সময়, মহকুমা শাসকও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। প্রতিমা ভৌমিক বলেন, “সরকার আমার, আর আমাকে ব্যারিকেডে আটকাল, অদ্ভুত ব্যাপার। কতদিন ধরে আমাদের ছেলেরা মার খাচ্ছে, আইন-শৃঙ্খলা শেখাচ্ছে আমাদের?” তিনি আরও প্রশ্ন তোলেন, “আমবাসাতে ১৪৪ ধারা নেই, তবুও আমাকে আটকাল কেন?”

প্রতিমার বক্তব্য এবং পুলিশের সঙ্গে বাকযুদ্ধের ঘটনা এলাকায় উত্তেজনা তৈরি করেছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service