2024-12-24
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

আমতলী থানা পুলিশের হাতে গ্রেপ্তার কুখ্যাত তিন চোর!

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুদি দোকানে চুরি করতে গিয়ে বাজার ব্যবসায়ী সহ পুলিশের কাছে হাতে নাতে আটক হল তিন চোর। ঘটনা সোমবার গভীর রাতে আমতলী বাজারে। জানা গেছে সোমবার গভীর রাতে আমতলী বাজারের এক মুদি দোকানে তিন যুবক চুরি করার চেষ্টা করছিল তখন বিষয়টি আমতলী বাজার ব্যবসায়ী সহ বাজার প্রহরিস সহ আমতলী বাজারে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের নজরে আসে আর তখন হাতেনাতে আটক করা হয় এই তিন চোরকে।

অভিযুক্তরা হলো আগরতলা দশমীঘাট মহাবীর ক্লাব সংলগ্ন এলাকার পল্টু দে, বদদোয়ালী বিবি ক্লাব সংলগ্ন এলাকার বিশাল দে এবং আমতলী জুটমিল কোয়াটার সংলগ্ন এলাকার হরিশংকর পরশি। তাদেরকে আটক করে আমতলী থানায় নিয়ে আসা হয় পরে পুলিশের জিজ্ঞাসা বাদে তারা চুরির ঘটনাটি স্বীকার করে।

মঙ্গলবার সকালে আমতলী বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করে। আমতলী থানার পুলিশ এই ব্যাপারে তিন অভিযুক্তের বিরুদ্ধে ৩০৫(এ), ৩০৭,১১৮(১), ৩(৫) ধারায় একটি মামলা নথিভুক্ত করে। বুধবার এই তিন অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ব্যাপারে মঙ্গলবার বিকেলে আমতলী থানার ওসি হিমাদ্রি সরকার সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service