জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারো এক অমানবিক দৃশ্য জিবি হাসপাতালের সামনে। ঘন্টার পর ঘন্টা এক বৃদ্ধ রোগী পরে রইলেন হাসপাতালের বাইরে। অথচ উনাকে ভিতরে নেওয়ার কেও নেই। কথা বলার মতো অবস্থাতেও নেই তিনি। রাজ্যের প্রধান রেফারের হাসপাতালে ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মী, নিরাপত্তা কর্মী কোনো কিছুরই অভাব নেই। কিন্তু এই বৃদ্ধ রোগীকে ভিতরে নিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার মতো কেও নেই।
সামাজিক মাধ্যমে কিংবা কোনো অনুষ্ঠানে মানুষ মানবিকতার বুলি আওড়ান। কিন্তু এই হচ্ছে বাস্তব চিত্র। অসহায় এই বৃদ্ধ কোনো না কোনো পরিবারের লোক। তার পাশে নেই পরিবারের কেউ। আশ্চয্যের বিষয় হাসপাতালের তরফেও কেও এগিয়ে এলেনা এই বৃদ্ধাকে ভিতরে নিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার। রাজ্যের হাসপাতালগুলিতে পরিকাঠামোগত ত্রুটির পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের মানবিকতার অভাবের কারণেও রোগীরা ঠিক ভাবে পরিষেবা পান না বলে অভিযোগ।
Leave feedback about this