2025-02-27
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

আবারও নেশা বিরোধি অভিযানে সাফল্য এন সি সি থানার পুলিশের

Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশামুক্ত ত্রিপুরার ডাকে সাড়া দিয়ে নেশা সামগ্রী উদ্ধার অভিযানে রাজ্যের পুলিশ প্রশাসন সাফল্য পেলেও। নেশা কারবারিদের পাকড়াও করতে ব্যর্থ রাজ্যের পুলিশ। যার ফলে পুলিশ প্রশাসনকে তোয়াক্কা না করে নেশা কারবারীরা চালিয়ে যাচ্ছে তাদের কারবার।

কিন্তু এদিকে পুলিশ তাদের অভিযান জারী রেখে সাফল্যের উপর সাফল্য পাচ্ছে , এবার আবারও সেই সাফল্য এল পুলিশের ঝুলিতে। গভির রাতে দূর্জয়নগর এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমান নেশা সামগ্রীসহ নগদ অর্থ উদ্ধার করলো এন সি সি থানার পুলিশ।

নেশা বিরোধী অভিযানে পুলিশের সাফল্য অব্যাহত রয়েছে। গোপন খবরের ভিত্তিতে দূর্জয়নগর এলাকার সাগর দেবনাথের বাড়িতে অভিযান চালিয়ে ৬ গ্রাম ব্রাউন সুগার এবং ১০০ খালি কৌটা এবং নগদ টাকা উদ্ধার করেছে এন সি সি থানার পুলিশ , আটক করা হয়েছে নেশাকারবারির সাথে জড়িত এক যুবককে। এদিন পুলিশের সাফল্যের কথা সংবাদ মাধ্যমকে জানান এন সি সি থানার এক পুলিশ আধিকারিক।

তিনি বলেন গভীর রাতে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে খবর আসে যে দূর্জয়নগর এলাকার বাসিন্দা সাগর দেবনাথের বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। ওই খবরের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ অভিযান চালিয়েছে এবং মজুত নেশা সামগ্রীগুলি উদ্ধার করেছে পুলিশ বলে। এছাড়া তিনি বলেন বাড়ির মালিক সাগর দেবনাথকে আটক করা হয়নি। উদ্ধারকৃত নেশা সামগ্রী গুলির পাশাপাশি তাদের কাছ থেকে ৪২৮০ টাকা পাওয়া যায়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service