2025-09-01
Ramnagar, Agartala,Tripura
দেশ বিশ্ব

আফগানিস্তানের বিপর্যয়ে ভারতের দ্রুত সাড়া, প্রথম দফায় কাবুলে পাঠালো খাদ্য ও ১,০০০ তাঁবু

জনতার কলম ওয়েবডেস্ক :-আফগানিস্তানে রবিবার রাতে আঘাত হানা ৬.০ মাত্রার ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

জয়শঙ্কর জানান, ভারত ইতিমধ্যেই আফগানিস্তানে ত্রাণসামগ্রী পাঠাতে শুরু করেছে। সোমবার কাবুলে পৌঁছেছে এক হাজার পারিবারিক তাঁবু। পাশাপাশি ১৫ টন খাদ্যসামগ্রী কাবুল থেকে কুনার প্রদেশে পাঠানো হচ্ছে। তিনি আরও জানান, আগামীকাল থেকে ভারতের পক্ষ থেকে আরও খাদ্য ও ওষুধ পাঠানো হবে।

এক্স (X)-এ জয়শঙ্কর লেখেন, “আজ আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। ভূমিকম্পে প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছি। ভারত ইতিমধ্যেই কাবুলে এক হাজার পারিবারিক তাঁবু হস্তান্তর করেছে। ১৫ টন খাদ্যসামগ্রী কুনারে পাঠানো হচ্ছে। আরও ত্রাণ সামগ্রী কাল থেকে পাঠানো শুরু হবে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে আফগানিস্তানের পাশে রয়েছে ভারত।”

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই কথোপকথন নিশ্চিত করেছে। তারা জানায়, জয়শঙ্করের সহমর্মিতা ও সহায়তার জন্য পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে ভারত প্রদত্ত সাহায্য দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স-এ শোকবার্তা দিয়ে জানান, ভারত প্রয়োজনে সব ধরণের মানবিক সহায়তা ও ত্রাণ সরবরাহ করতে প্রস্তুত।

রোববার রাত ১১টা ৪৭ মিনিটে পূর্ব আফগানিস্তানে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাত্র আট কিলোমিটার গভীরে, জালালাবাদের কাছে। এখনও পর্যন্ত অন্তত ৮১২ জন নিহত হয়েছেন, তবে উদ্ধারকাজ শেষ না হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গম পাহাড়ি অঞ্চল ও ভূমিধসের ঝুঁকি উদ্ধার তৎপরতাকে আরও জটিল করে তুলেছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service