জনতার কলম ওয়েবডেস্ক :- নতুন মাসের শুরুতেই আধার কার্ড সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ভারত সরকার। এখন থেকে আধার কার্ডে তথ্য সংশোধনের জন্য আর আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই। আধার কার্ডধারীরা নিজের নাম, ঠিকানা, জন্মতারিখ ও মোবাইল নম্বরসহ যাবতীয় তথ্য অনলাইনে হালনাগাদ করতে পারবেন।
ভারতীয় বিশিষ্ট পরিচয় প্রাধিকার কর্তৃপক্ষ (UIDAI) জানিয়েছে, নাগরিকদের সুবিধার্থে প্রক্রিয়াটি আরও সহজ ও ব্যবহারবান্ধব করা হয়েছে। এর ফলে এখন ঘরে বসেই আধারের ডেমোগ্রাফিক তথ্য আপডেট করা সম্ভব হবে।
📌 প্যান ও আধার লিঙ্ক করা বাধ্যতামূলক:
UIDAI জানিয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে প্রত্যেক আধার কার্ডধারীর প্যান কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক করা আবশ্যক। নির্ধারিত সময়সীমার মধ্যে লিঙ্ক না করলে পরবর্তী সময়ে আর্থিক পরিষেবায় সমস্যায় পড়তে হতে পারে।
📌 ফি ও সার্ভিস চার্জের নতুন নিয়ম:
ফিঙ্গারপ্রিন্ট ও ফটোর মতো বায়োমেট্রিক তথ্য আপডেটের জন্য এখন ১২৫ টাকা ফি দিতে হবে।
তবে, ৫–৭ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে প্রথমবার আপডেট সম্পূর্ণ বিনামূল্যে হবে।
১৫–১৭ বছর বয়সী কার্ডধারীরা দুইবার পর্যন্ত আপডেট করতে পারবেন বিনা খরচে।
যদি কোনও কার্ডধারী নাম, লিঙ্গ, জন্মতারিখ, ঠিকানা, মোবাইল বা ইমেল সংক্রান্ত তথ্য আপডেট করেন, তাহলে বায়োমেট্রিক আপডেটের সঙ্গে তা বিনামূল্যে করা যাবে।
কিন্তু আলাদাভাবে শুধু ডেমোগ্রাফিক তথ্য আপডেট করলে ৭৫ টাকা ফি দিতে হবে।
📌 ডকুমেন্ট জমা ও অন্যান্য সুবিধা:
আধার কার্ডধারীরা এখন নিজের পরিচয় বা ঠিকানা সংক্রান্ত নথি যেমন নাম, লিঙ্গ, জন্মতারিখের প্রমাণপত্র সরাসরি UIDAI পোর্টালে আপলোড করতে পারবেন, এবং তা ১৪ জুন ২০২৬ পর্যন্ত বিনামূল্যে থাকবে।
📌 রিপ্রিন্ট ও হোম সার্ভিস চার্জ:
আধার কার্ড রিপ্রিন্ট করতে এখন ৪০ টাকা ফি দিতে হবে।
বাড়িতে গিয়ে নতুন আধার তৈরি করার (Home Enrolment Service) জন্য প্রথম আবেদনকারীর ক্ষেত্রে চার্জ হবে ৭০০ টাকা।
একই ঠিকানায় অন্য সদস্যদের জন্য এই চার্জ হবে প্রতি ব্যক্তিতে ৩৫০ টাকা।
UIDAI জানিয়েছে, এই পরিবর্তনগুলো নাগরিকদের সুবিধার জন্য আনা হয়েছে, যাতে আধার সংক্রান্ত কাজ আরও দ্রুত ও নির্ভরযোগ্যভাবে সম্পন্ন করা যায়।





Leave feedback about this