জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ কংগ্রেস ও শাখা সংগঠনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। রবিবার আদিবাসী কংগ্রেসের নির্বাচনী প্রস্তুতি সভা হয় প্রদেশ কংগ্রেস ভবনে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সংগঠনের নেতৃত্ব অংশ নেন। উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, আদিবাসী নেতা শব্দ কুমার জমাতিয়া সহ অন্যরা।
এদিনের সভায় তিপ্রা মথা ও বিজেপি ছেড়ে কয়েকজন কংগ্রেসে যোগ দেন। তাদের বরণ করে নেন কংগ্রেস নেতৃত্ব। সভা নিয়ে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, পশ্চিম ও পূর্ব লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়কে সুনিশ্চিত করতে প্রচারের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি এদিন অভিযোগ করেন যারা আদিবাসীদের নিয়ে ছিনিমিনি খেলে তাদের আশা প্রত্যাশার অপমৃত্যু ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আরও বেশি করে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানানো হয়।
Leave feedback about this