জনতার কলম ওয়েবডেস্ক :- প্রতিরক্ষা প্রধান (CDS) জেনারেল অনিল চৌহান মঙ্গলবার রান সংলাপ ২০২৫-এ মূল বক্তব্য প্রদান করেন। এবারের আলোচনার মূল বিষয় ছিল ‘যুদ্ধনীতিতে প্রযুক্তির প্রভাব’।
জেনারেল চৌহান বলেন, আগামী দিনের যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি কৌশলের ঊর্ধ্বে থাকবে এবং ভবিষ্যতের যুদ্ধ আর সেনা, নৌ ও বিমানবাহিনীর আলাদা সীমারেখা মানবে না। তাই দ্রুত ও যৌথ প্রতিক্রিয়া গড়ে তুলতে হবে—যা সম্ভব হবে আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্প ও সমন্বিত লজিস্টিক্স ব্যবস্থার মাধ্যমে।
তিনি জোর দেন যৌথ প্রশিক্ষণ ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উপর, পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার প্রযুক্তি ও কোয়ান্টামের মতো নতুন ক্ষেত্রের গ্রহণযোগ্যতা বাড়ানোর আহ্বান জানান, যা ভারতের সামরিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধি করবে।
প্রতিরক্ষা প্রধান আবারও স্পষ্ট করে দেন—যৌথতা (Jointmanship) ভারতের সামরিক রূপান্তরের মেরুদণ্ড।
“সুদর্শন চক্র” ধারণার মাধ্যমে তিনি জোর দেন মজবুত নাগরিক-সেনা সমন্বয় গড়ে তোলার ওপর এবং বলেন যে ভবিষ্যতের যুদ্ধে জয়লাভ করতে হলে বহুক্ষেত্রে সক্ষমতা অর্জন করা অপরিহার্য।
➡️ এই বক্তব্য প্রকাশ করেছে হেডকোয়ার্টার্স ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ (HQ IDS)।
Leave feedback about this