জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আত্মনির্ভরের পথে ত্রিপুরা দীর্ঘ ২৫ বছর পর ২০১৮ সালের ৩রা মার্চ ত্রিপুরায় এক নতুন সূর্য উদিত হয়েছে। ৩রা মার্চ শুধু সরকার পরিবর্তন হয়নি ৩রা মার্চের পর ধিরে ধিরে পরিবর্তন হচ্ছে জনগনের মানষিকতা, তারই সুফল পাচ্ছে আমাদের এই ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরা। আজ ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে এমন একজন ছত্রীকে শুভেচ্ছা জানালেন যিনি গোটা যুব সমাজের জন্য আত্মনির্ভর হওয়ার একটি উদাহরণ।। তার নাম শ্রেয়া বৈষ্য বাড়ি নতুন নগর কোপারেটিভ এলাকায়।
সে এম বি বি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। সে যে কলেজে পড়াশোনা করে সেই কলেজের সামনেই উচ্চশিক্ষার জন্য ছোট পরিসরে খাওয়ার দোকান চালো করেছেন। তার এই বৃহৎ মানষিকতাকে সাধুবাদ জানালেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয়, প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক শ্রী রানা ঘোষ মহোদয় সেখানে অংশগ্রহণ করেন রাজ্য যুব মোর্চার সদস্যরা।
Leave feedback about this