জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকা সত্ত্বেও টুয়েপ প্রকল্পটিকে গলা টিপে হত্যা করা হয়েছে । চারিদিকে কাজ নেই খাদ্য নেই, খাদ্যের জন্য মানুষ হাহাকার করছে । বাধ্য হচ্ছে শিশু বিক্রি করতে , পাহারে জনজাতি অংশের মানুষ কর্মসংস্থানের জন্য নিত্যদিন হন্য হয়ে ঘুরছে । সাধারণ মানুষ বাঁচার জন্য লড়াই করে টিপতে না পেরে আত্মহননের পথ বেছে নিচ্ছে । এ এক আজব রাজ্য । বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মুখ থুবড়ে পড়েছে ।অভিযোগ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের । শনিবার বিদ্যুৎ এবং রেল পরিষেবা বেসরকারিকরণের বিরুদ্ধে ও দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারদের কর্মসংস্থানের দাবিতে তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হল এক জনসভা। সভার প্রথমেই এক মিছিল তেলিয়ামুড়া মহকুমা অফিস থেকে শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে বাজারে এসে শেষ হয়। মিছিলে পা মিলিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার । উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমতিয়া এবং প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস।
Leave feedback about this