2024-12-21
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য শিক্ষা

আজকে যারা শিশু, তারাই আগামী দিন দেশ পরিচালনা করবে : মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে যেভাবে দিন দিন মাদক কারবারের পাশাপাশি মাদকাসক্তের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে চলেছে তাতে করে উদ্বিগ্ন সচেতন মানুষ। বিশেষ করে যুবসমাজ এখন বিষাক্ত নেশায় আসক্ত হয়ে ধ্বংসের পথে। এই অবস্থায় যুবসমাজকে রক্ষা করতে এবং নেশা থেকে আগামী প্রজন্মকে দূরে রাখতে এখন সবার আগে প্রয়োজন সচেতনতা। তাই ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষ সব অংশের মানুষকে সচেতন করে তুলতে চালু করে মুক্তি প্রকল্প। এই প্রকল্পের মধ্য দিয়েই সমাজের সব অংশের মানুষকে নেশা থেকে দূরে থাকার বার্তা নিয়ে সচেতনতামূলক কর্মসূচি সংঘটিত করে চলেছে আইন সেবা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এমনই একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো রাজধানী আগরতলার উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে। মূলত মুক্তি প্রকল্পের মাধ্যমে মাদকের অপব্যবহার, ট্যাবলেট, হিরোইন এবং অন্যান্য পদার্থের হুমকি নির্মূলের জন্যই এই শিবিরের আয়োজন। স্কুলের এনএসএস ইউনিট এবং জেলা আইন সেবা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এদিনের এই আইনি সচেতনতা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। একই সাথে এদিন অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচিও। বৃক্ষরোপণ কর্মসূচিরও আনুষ্ঠানিক সূচনা করেন মেয়র সাহেব। এধরনের কর্মসূচি আয়োজন করার জন্য এদিন উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, এনএসএস স্বেচ্ছাসেবীরা নিজেদের সঠিক বিষয় তৈরি করেন সমাজসেবা করার জন্য। সুস্থ সমাজ তৈরি করার ক্ষেত্রে তাদের একটা ভূমিকা রয়েছে। আজকে যারা শিশু, তারাই আগামী দিন দেশ পরিচালনা করবে। তাই সঠিক দিশায় তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এনএসএস।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service