2025-07-17
Ramnagar, Agartala,Tripura
খেলা

আচমকা আইএসএল স্থগিতের খবরে উদ্বিগ্ন সুনীল ছেত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- আচমকা আইএসএল স্থগিতের খবরে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। সুনীল জানিয়েছেন, বর্তমানে ভারতীয় ফুটবলের ব্যবস্থাপনায় তিনি অত্যন্ত চিন্তিত, ব্যথিত এবং ভীত। গত ১১ জুলাই এফএসডিলের পক্ষ থেকে চিঠি দিয়ে আইএসএলের ক্লাবগুলো চলতি মরশুমে দেশের সর্বোচ্চ এই লিগ আপাতত স্থগিতের কথা জানানো হয়েছে, যা নিয়ে স্বাভাবিকভাবেই বেশ চিন্তিত হয়ে পড়েছেন বেঙ্গালুরুর ফুটবলার সুনীল ছেত্রী সহ অন্যরা।

তিনি আরও বলেন, এখন কেরিয়ারের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। তাঁর হাতে থাকা সময় যে ক্রমশ কমছে। বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে কথা বলে তিনি বুঝতে পারছেন, সমস্যাটা খুবই গুরুতর। তাঁর মতে, ভারতীয় ফুটবল এখন যে অবস্থার মধ্যে রয়েছে তা অত্যন্ত চিন্তার। ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থায় তিনি যে অত্যন্ত ব্যথিত তা জানাতেও ভুললেন না। সুনীল বলেন, যাঁরা ফুটবলটা চালান তাঁরা মরসুম শুরু করার আপ্রাণ চেষ্টা করেছেন। এরপরেই তিনি আশাপ্রকাশ করেন, বিষয়টি নিয়ে দ্রুত কোনও সিদ্ধান্তে পৌঁছনো যাবে। এরপরেই তিনি ফুটবলের সঙ্গে যুক্ত সকলকে শান্ত থাকার আবেদন করেছেন।

এই প্রসঙ্গে বলা যায়, কিছুদিন আগে এফএসডিএলের পক্ষ থেকে জানান হয়েছিল, তাদের সঙ্গে সর্বভা-রতীয় ফুটবল ফেডারেশনের স্বাক্ষরিত হওয়া মাস্টার্স রাইটস্ এগ্রিমেন্ট আগামী ৮ ডিসেম্বর শেষ হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে যেহেতু ডিসেম্বরের পর আর চুক্তি থাকছে না, তাই ২০২৫-২৬ মরশুমের আইএ-সএলের আয়োজন বা বাণিজ্যিকীকরণ করতে এফএসডিএল আর কোনওভা-বেই রাজি নয় বলেই তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে। সত্যিই যদি আইএ-সএল ফুটবল না হয়, সেক্ষেত্রে যে দলগুলি প্রচুর অর্থ ব্যয় করে খেলোয়াড়দের সঙ্গে চুক্তিবদ্ধ করেছে, তারা কিন্তু বিরাট লোকসানের মধ্যে পড়ে যাবে। পাশাপাশি, ভারতীয় ফুটবলে যে দৈন্যদশা, তা আরও বেশি করে প্রকট হবে বলে মনে করা হচ্ছে। তার প্রধান কারণ হল আন্তর্জাতিক স্তরে এই টুর্নামেন্টের যে গুরুত্ব পৌঁছে গিয়েছে, তা থেকে ফিরে আসলে ভারতীয় ফুটবলের নামটা আরও ধোঁয়াশা হয়ে যাবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service