জনতার কলম ওয়েবডেস্ক :- রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, “আগামী ৫ বছরে, খেলাধুলার মধ্যে বিশ্বে ভারতের যুবকদের শক্তির স্বীকৃতি দেওয়া হবে। আগামী ৫ বছরে, ভারতের গণপরিবহন পরিবর্তন হতে চলেছে। আগামী ৫বছরের -এর মধ্যে, দেশ বুলেট ট্রেন এবং বন্দে ভারত এর সম্প্রসারণ দেখতে পাবে। আগামী ৫ বছরে, মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর বিশ্বে প্রতিধ্বনিত হবে, এবং ভারত ইলেকট্রনিক্সে নেতৃত্ব দেবে। আমি এর মাধ্যমে বাজরার জন্য একটি প্রচার শুরু করেছি। আমি সেই দিন দূরে দেখতে পাচ্ছি না, যেখানে আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের গ্রামের ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত সুপারফুড বাজরা বিশ্ব বাজারে পাওয়া যাবে। ড্রোন হবে কৃষকদের জন্য একটি নতুন শক্তি। আমি নিশ্চিত যে পশুপালন এবং মাছ চাষ বাড়বে এবং আমরা রেকর্ড তৈরি করতে যাচ্ছি।
দেশ
আগামী ৫ বছরে ভারত পরিবর্তন হতে চলেছে : মোদী
- by janatar kalam
- 2024-02-07
- 0 Comments
- Less than a minute
- 1 year ago

Leave feedback about this