2025-03-21
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

আগামী ২৩ শে মার্চ অনুষ্ঠিত হতে চলেছে প্রদেশ মহিলা কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আগামী ২৩শে মার্চ ধর্মনগর জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ। এই বিক্ষোভ সমাবেশ মূলত রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকারের নারী ও শিশু সুরক্ষা বিষয়ে ব্যর্থতার প্রতিবাদে। শুক্রবার এক প্রেস বিবৃতির মাধ্যমে প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী জানান, বিগত কয়েক দিন ধরে সনামধন্য সংবাদ পত্রিকায় প্রকাশিত একের পর এক কলঙ্ক জনক ঘটনা ত্রিপুরা রাজ্যের বুকে ঘটতে থাকায় ডাবল ইঞ্জিনের সুশাসনের নগ্ন চেহেরা রাজ্যবাসীর নিকট পরিস্কার হয়ে গেছে।

গত ১৪ই মার্চ আমতলি থানা এলাকায় দিব্যাঙ্গ স্ত্রীর উপর স্বামীসহ আরও ৫ জন মিলে গণধর্ষণের ঘটনা,১৫ বছরের নাবালক দ্বারা ১৩ বছরের নাবালিকা ধর্ষনের ঘটনা, সাব্রুমে এক মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে জোরপূর্বক মহিলাকে সাদা কাগজে সই নিয়ে মহিলার মুখে কালি লাগিয়ে পৈশাচিক অত্যাচার চালানো মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।ক্রমাগত পৈশাচিক নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণের ঘটনায় ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস তীব্র ভাষায় ধিক্কার ও নিন্দা জানায়।

তাই অবিলম্বে দোষীদের গ্রেফতার এবং কঠোর থেকে কঠোরতর শ্বাস্তির দাবী জানিয়ে প্রদেশ মহিলা কংগ্রেস আগামী ২৩শে মার্চ থেকে ২৯শে মার্চ নারী সুরক্ষা নিশ্চিত করা এবং ৩৩%মহিলা সংরক্ষণ বিল অবিলম্বে কার্যকর করার জন্য বিক্ষোভ সমাবেশের আয়োজন করে, এ দিনের বিক্ষোভ সমাবেশে দল মত নির্বিশেষে সমাজের সকল অংশের নারীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানান ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service