জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এই পৃথিবীকে আগামী প্রজন্মের বাঁচার মতো উপযোগী করে রাখতে প্রকৃতি ও মানুষের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা জরুরি। বৃহস্পতিবার আন্তর্জাতিক জীব বৈচিত্র দিবস উপলক্ষে প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বললেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। গোটা বিশ্বের সঙ্গে রাজ্যেও পালিত হলো আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস।
সারা বিশ্বে এই দিনটি যথাযথভাবে পালিত হয়। এই উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর প্রজ্ঞাভবনে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরা জীব বৈচিত্র বোর্ড এবং ত্রিপুরা স্ক্যাটফর্ম প্রকল্প। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের, বিজ্ঞান পরিবেশ ও বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।
এই কর্মসূচি প্রসঙ্গে বনমন্ত্রী জানান, প্রকৃতি এবং মানুষের মধ্যে সামঞ্জস্য নষ্ট হয়ে গেলে আমরা বাঁচতে পারব না। আগামী প্রজন্মের কাছে এই পৃথিবীকে বাঁচার মতো উপযোগী করে রাখতে অক্সিজেনের যোগানের জন্য গাছ লাগাতে হবে। দ্বিতীয়ত বন্যপ্রাণী ও মানুষের মধ্যে সংঘর্ষ বন্ধ করতে হবে। এর জন্য মানুষের মধ্যে সচেতনতার প্রয়োজন। জনমনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই বিশ্ব জীববৈচিত্র্য দিবস উদযাপন উপলক্ষে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা জানান , সিপাহীজলা অভয়ারণ্যকে বিশ্বমানের করা হবে। এর জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ বনদপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রজ্ঞা ভবনের বাইরে বৃক্ষ রোপন করেন বনমন্ত্রী। সেই সঙ্গে রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহ যোগান।
Leave feedback about this