জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী দিনের কর্মসূচী গ্রহণ করতে ভারতীয় জনতা যুব মোর্চার বৈঠক ।বৃহস্পতিবার প্রদেশ যুব মোর্চার এক গুরুত্বপূর্ণ সভা হয়। রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে হয় সভা। উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যান্যরা।
সভায় যুব মোর্চার সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব জানান এদিনের সভায় সংগঠনের কর্মীদের সাথে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। পাশাপাশি সংগঠনের আগামিদিনের কর্মসূচি নিয়ে এইদিন আলোচনা করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে সংগঠনের কার্যকর্তারা অংশগ্রহণ করেন।
Leave feedback about this