2025-09-20
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজ্য

আগামী তিনদিন উত্তর-পূর্বে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণ-পশ্চিম আরব সাগরে ঝোড়ো হাওয়ার সতর্কতা

জনতার কলম ওয়েবডেস্ক:- ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) জানিয়েছে, আগামী তিনদিন অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে।

একইসঙ্গে, চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত মধ্য ও দক্ষিণ উপদ্বীপীয় ভারতের কিছু অঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামীকাল পর্যন্ত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইক্কাল, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ছত্তীসগঢ়, পূর্ব রাজস্থান, গুজরাট, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা, ওড়িশা, উত্তরাখণ্ড ও পশ্চিম মধ্যপ্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া, দক্ষিণ-পশ্চিম আরব সাগর এবং পশ্চিম-মধ্য আরব সাগরের কিছু অংশে, সোমালিয়ার উপকূলের সংলগ্ন এলাকায় আজ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেছে IMD।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service