জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কমিউনিটি ডেভেলপমেন্ট কাউন্সিল ডিমান্ড কমিটির তৃতীয় সভা হয় শুক্রবার। এদিন আগরতলা স্টুডেন্ট হেলথ হোম হয় সভা। প্রত্যেক সম্প্রদায় ও জাতি গুষ্টির কৃষ্টি সংস্কৃতি ও অর্থনৈতিক সহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে ভারতের সংবিধানের মধ্যে প্রত্যেক সম্প্রদায় ও জাতির গুষ্টির জন্য পৃথক পৃথক ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করার দাবি আদায়ের লক্ষ্যে এই সভা।
আগামীদিনে সম্প্রদায় ও জাতিসত্তার বিকাশে বিধায়ক বীরজিৎ সিংহের নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগঠিত করা হবে। সভা থেকে এদিন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সংবর্ধনা দেওয়া হয় বিধায়ক বীরজিত সিনহাকে বিধানসভা, লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের জন্য। সংবর্ধনার ব্যবস্থা করে আই এন টি ইউ সি অনুমোদিত ত্রিপুরা চা মজদুর ইউনিয়ন।ডেভেলপমেন্ট কাউন্সিল ডিমান্ড কমিটির নেতৃত্ব সৌমিত্র বিশ্বাস সহ অন্যরা।
Leave feedback about this