জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচনের জন্য সীমান্ত সহ আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় নিরাপত্তা বাহিনীর নজরদারির কারণে বাংলাদেশে যেতে না পেরে ফের হায়দ্রাবাদে যাওয়ার আগেই আটক তিন রোহিঙ্গা।রবিবার আগরতলা রেলস্টেশন থেকে তিনজন রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করে আগরতলা রেল পুলিশ। এদিনই তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।আগরতলা সরকারি রেল পুলিশ থানার ইনচার্জ তাপস ধর জানান, দূর পাল্লার ট্রেন ছাড়ার আগে প্রতিদিন জি আর পি ও আর পি এফ তল্লাশি চালান।
রবিবারও তল্লাশি চালানোর সময় তিনজনকে দেখে পুলিশের সন্দেহ হয়। তাই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে ধৃতরা জানায় তারা রোহিঙ্গা।ধৃতরা হল আব্দুল রশিদ, এম ডি ইউসুফ,এম ডি হামিদ হোসেন। আট বছর আগে বাংলাদেশ থেকে পশ্চিম বাংলার সীমান্ত দিয়ে ঢুকে হায়দ্রাবাদ গেছে। দুই দিন আগে বাংলাদেশে যাওয়ার জন্য ত্রিপুরায় আসে তিন যুবক। কিন্তু যাওয়া হয়নি। তাই ফের ফিরে যাওয়ার জন্য আগরতলা রেলস্টেশনে যায়। তখনই পুলিশ তাদের আটক করেছে।
Leave feedback about this