জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার সময় আগরতলা সরকারি রেল পুলিশের হাতে গ্রেপ্তার ৭ মহিলা সহ ৯ জন। এদের মধ্যে ৮ জন বাংলাদেশী। অন্যজন ভারতীয় নাগরিক। আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে প্রায়শই অবৈধ ভাবে এপারে এসে ভারতের বিভিন্ন জায়গায় যাচ্ছে বাংলাদেশী ও রোহিঙ্গারা। তবে জিআরপি ও আরপিএফের তৎপরতায় অনেক সময় ভেস্তে যায় তাদের চেষ্টা।
শনিবার ফের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য আগরতলা রেলস্টেশনে আসবে কয়েকজন বাংলাদেশী। গোপন খবরের ভিত্তিতে আগরতলা সরকারি রেল পুলিশ ওত পেতে থাকেন। তখনই একসঙ্গে কয়েকজনকে আসতে দেখে সন্দেহ হয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালাতেই ধৃতরা স্বীকার করে তারা বাংলাদেশী। ৯ জনের মধ্যে একজন ভারতীয়। ধৃতদের মধ্যে ৭ জনই মহিলা। তারা কি কারণে ভারতের বিভিন্ন রাজ্যে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ।
Leave feedback about this