2025-05-13
Ramnagar, Agartala,Tripura
খেলা

আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস সাব কমিটির ব্যবস্থাপনায় স্পোর্টস ফেস্ট -০২৫ শুরু হতে যাচ্ছে ২৪ মে 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস সাব কমিটির ব্যবস্থাপনায় এবারকার স্পোর্টস ফেস্ট – ০২৫ শুরু হতে যাচ্ছে ২৪ মে থেকে। লুডো প্রতিযোগিতা দিয়ে শুরু হবে এবারকার স্পোর্টস ফেস্ট। ২৫ মে অনুষ্ঠিত হবে আগরতলা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। ক্রিকেট এবং ইনডোর গেমস-এর অন্যান্য ইভেন্টের প্রতিযোগিতার দিনক্ষণ পরবর্তী সময়ে জানানো হবে। ‌

আজ, মঙ্গলবার স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলক ঘোষের পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। স্পোর্টস ফেস্টের বিশেষ করে লুডো প্রতিযোগিতা এবং প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিতে ইচ্ছুক সাংবাদিক সদস্য সদস্যাদের আগামী ২০ মে-র মধ্যে প্রেসক্লাবে যোগাযোগ করে মিডিয়া হাউজের নাম এবং ফোন নম্বর সহ নিজের নাম জমা দিতে অনুরোধ করা হচ্ছে।

ক্রিকেটে অংশ নেওয়ার জন্য নাম জমা দিতে হবে ৩০ জুনের মধ্যে। বৈঠকে কনভেনর অভিষেক দে, জয়েন্ট কনভেনর রঞ্জন রায়, সুপ্রভাত দেবনাথ, সদস্য অভিষেক দেববর্মা, সন্তোষ গোপ, সিশান চক্রবর্তী, চন্দ্রিমা সরকার, সুমন ঘোষ, প্রসেনজিৎ সাহা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ‌ এবারের স্পোর্টস ফেস্টেও টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে সুপ্রভাত দেবনাথ-এর উপর দায়িত্ব দেওয়া হয়েছে। ‌প্রায় ছয় মাসাধিক কাল ব্যাপী এই স্পোর্টস ফেস্টকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য প্রেসক্লাবের সকল সদস্য সদস্যাকে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে এবং সহযোগিতাও চাওয়া হয়েছে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service