2024-12-14
agartala,tripura
রাজ্য স্বাস্থ্য

আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্য সদস্যাদের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আগরতলা প্রেসক্লাব ও লায়েন্স ক্লাবের সহযোগিতায় অশ্বীনি নেত্রালয়া -র যৌথ উদ্যোগে আগরতলা প্রেসক্লাবে বুধবার চোখ পরীক্ষা শিবির হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ এবং পরামর্শ দিয়েছেন। আগরতলা প্রেস ক্লাবে এই শিবিরে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্য সদস্যা মিলে মোট ৭৬ জন চিকিৎসা পরিষেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেছেন।

চোখ পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিষ্ঠ সম্পাদক সুবল কুমার দে। উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, বরিষ্ঠ সাংবাদিক অরুণ নাথ, লায়ন্স ক্লাব অব আগরতলা অনীশ-এর সভাপতি রূপশ্রী পাল, সম্পাদক বিশ্বজিৎ বণিক, অশ্বিনী নেত্রালয়-এর পক্ষে ডাঃ সুব্রত সাহা, ডাঃ অনুরাগ মজুমদার, ডাঃ রঞ্জন বোস,প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে, যুগ্ম সম্পাদক কমল চৌধুরী ও অভিষেক দে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service