জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে বিভিন্ন সংস্থা, সংগঠন। আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডও ৫ দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করে।
বুধবার ওয়ার্ডের উদ্যোগে সকালে হয় শোভাযাত্রা। সহযোগিতায় ছিল এ ডিনগর ইংরেজি মাধ্যম স্কুল। এদিন এডিনগর স্কুল এলাকা থেকে বের হয় শোভাযাত্রা।
বর্ণময় শোভাযাত্রায় এলাকার লোকজন সহ শিক্ষক- শিক্ষিকারা অংশ নেন। ওয়ার্ড এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন কর্পোরেটর অলক রায় সহ অন্যরা। শোভাযাত্রা ঘিরে এলাকায় বেশ সাড়া পড়ে।
Leave feedback about this