জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুর নিগমের বর্ধিত এলাকাগুলিতে সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে। এই এলাকাগুলি ২০১৮ সালে গ্রাম পঞ্চায়েত থেকে আগরতলা পুর নিগমের অন্তর্ভুক্ত করা হয়। আজ বিধানসভায় রেফারেন্স পিরিয়ডে বিধায়ক গোপাল চন্দ্র রায়ের জনস্বার্থে আনা এক নোটিশের উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই তথ্য জানান।
মুখ্যমন্ত্রী জানান, ২০২২ সালের পুর নির্বাচনের পর থেকে পুর নিগমের বর্দ্ধিত এলাকাগুলিতে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, পঞ্চদশ অর্থ কমিশন, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প, আমরুত, স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু স্টেট ক্যাপিটেল ইনভেস্টমেন্ট ইত্যাদি প্রকল্পে রাস্তাঘাট, ড্রেইন, বিশুদ্ধ পানীয়জল, বিদ্যুৎ, শৌচালয় নির্মাণ ইত্যাদি উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই অনেকগুলি কাজ সম্পন্ন হয়েছে। এরমধ্যে রয়েছে ২০.৪৫ কিলোমিটার রাস্তা নির্মাণ (কংক্রিট ঢালাই, ইট সলিং, পেভার ব্লক), ১৪.৭৫ কিলোমিটার ড্রেইন নির্মাণ, ৩,৯৬২টি বিশুদ্ধ পানীয়জলের সংযোগ, ৯৩টি মাঝারি নলকূপ স্থাপন, ১টি কমিউনিটি হল নির্মাণ, ১টি কমিউনিটি টয়লেট নির্মাণ, ১,৩২৯টি বৈদ্যুতিকরণ (স্ট্রিট লাইট), ২৭.৯৬ কিলোমিটার স্ট্রিট লাইট ফেইজ, ৫২৩টি রোপ লাইট ইত্যাদি।
এই কাজগুলি ছাড়াও ৪৯নং ওয়ার্ডের আমতলী বাইপাসে ইউনিটি মল নির্মাণের কাজ চলছে। এরজন্য ১৫০ কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও পুর নিগমের বর্দ্ধিত এলাকাগুলির উন্নয়নের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কাছে ১২২ কোটি টাকা ঋণ চাওয়া হয়েছে।
Leave feedback about this