2025-09-08
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আউট সোর্সিং কর্মীদের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, বিদ্যুৎ নিগম ভবনের সামনে পথ অবরোধ

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- রাজ্য বিদ্যুৎ নিগমের আউট সোর্সিং কর্মীরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে সোমবার তীব্র প্রতিবাদে নামলেন। প্রায় ৬ বছর ধরে নিগমে কাজ করেও সৎভাবে বেতন ও সুবিধা পাচ্ছেন না সাত শতাধিক আউট সোর্সিং কর্মী। প্রায় ৭ থেকে ৮ মাসের বকেয়া বেতন পড়ে থাকলেও নিগম কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছেন না। পাশাপাশি, তাদের ন্যূনতম সুরক্ষা ব্যবস্থা কিংবা স্বাস্থ্যবীমা সংক্রান্ত ব্যবস্থা নেই। বিশেষত, লাইন মেনদের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীও প্রদান করা হয় না, যার ফলে জিরানিয়া, জোলাইবাড়ি সহ বিভিন্ন স্থানে কর্মীদের মৃত্যু হয়েছে।

সমস্যার সমাধান চেয়ে সোমবার কর্মীরা রাজ্য বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে পথ অবরোধ করেন। এদিন তাদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল বিদ্যুৎ নিগমের এমডির কাছে ৫ দফা দাবিতে ডেপুটেশন দেন।

প্রধান দাবি–

• আউট সোর্সিং কর্মীদের সরাসরি বিদ্যুৎ নিগম থেকে বেতন প্রদান।

• বকেয়া বেতন দ্রুত পরিশোধ।

• নিয়মিত মাসিক বেতন নিশ্চিত করা।

• লাইন মেনদের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী প্রদান।

• চাকরি নিয়ন্ত্রণ ও নিয়মিতকরণ করা।

প্রতিবাদকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি তাদের দাবি পূরণ না করা হয়, তবে তারা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। কর্মীদের বক্তব্য, বিদ্যুৎ নিগমে পরিষেবা স্বাভাবিক রাখা তাদের ওপর নির্ভরশীল হলেও বরাবরই তাদের নিরাপত্তা ও স্বীকৃতি প্রশ্নবিদ্ধ থাকছে। বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি নজরে রেখে ভবিষ্যতে এই আন্দোলন আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service