2025-04-12
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

আই পি এফ টি’র মহিলা শাখার সংগঠনের উদ্যোগে রাজ্যভিত্তিক সম্মেলন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আই পি এফ টির মহিলা সংগঠনের রাজ্যভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ভগৎ সিং যুব আবাসে। ইন্ডিজেনিয়াস ওমেন ফ্রন্ট টিপরার উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে মন্ত্রী শুরুণ চরণ নোয়াটিয়া, দলের সভাপতি প্রেম কুমার রিয়াং সহ অন্যান্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন। দলের প্রতিটি বিভাগ থেকে মহিলা সংগঠনের সদস্যারা আসেন।

এদিনের বৈঠক থেকে নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনে সাংগঠনিক দিক, রাজ্যের বর্তমান পরিস্থিতি, আগামী দিনের কর্মসূচি এই সমস্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রী শুক্লা চরণ জানান, বিগত ১৫-১৬ বছর ধরে জনজাতিদের স্বার্থে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে। মহিলারা আন্দোলনে সামিল হলে দলের শক্তি আরো বাড়ে বলে স্বীকার করলেন মন্ত্রী।

উল্লেখ্য ইদানিং আই পি এফ টির বেশ কিছু কর্মসূচি দেখা যাচ্ছে। সেগুলিতে অংশ নিচ্ছেন দলের যুবা ও মহিলা কর্মীরা। ভিলেজ কমিটির নির্বাচনের আগে নিজেদের শক্তির বাড়াতে আই পি এফ টি দল সক্রিয় হয়েছে বলে অভিমত রাজনৈতিক মহলের।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service