জনতার কলম স্পোর্টসডেস্ক:- আইপিএল ২০২৬ মরশুমের আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে বড় ধাক্কা। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের এই সিদ্ধান্তের ফলে আসন্ন আইপিএলে কেকেআরের হয়ে আর দেখা যাবে না অভিজ্ঞ এই বাঁহাতি পেসারকে।
গত মাসে অনুষ্ঠিত আইপিএল প্লেয়ার্স অকশনে মুস্তাফিজুর রহমানকে দলে নিতে ব্যাপক দরযুদ্ধের সাক্ষী ছিল ক্রিকেট মহল। চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসকে টেক্কা দিয়ে কেকেআর ২ কোটি টাকার বেস প্রাইস থেকে ৯.২০ কোটি টাকায় ৩০ বছর বয়সী এই পেসারকে দলে ভেড়ায়।
তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এক হিন্দু যুবকের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার পর মুস্তাফিজুর রহমানের আইপিএলে অংশগ্রহণ নিয়ে কেকেআরের উপর ক্রমশ চাপ বাড়তে থাকে। সেই প্রেক্ষিতেই বিসিসিআই কেকেআরকে তাঁকে মুক্ত করার নির্দেশ দেয় বলে জানা গেছে।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, প্রয়োজনে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে কেকেআর নতুন কোনও খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার অনুমতি পাবে।
উল্লেখ্য, মুস্তাফিজুর রহমান ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত আটটি আইপিএল মরশুমে অংশ নিয়েছেন। শুধুমাত্র ২০১৯ ও ২০২০ সালে তিনি এই টুর্নামেন্টে খেলেননি। তাঁর অভিজ্ঞতা ও বৈচিত্র্যময় বোলিং আইপিএলে বরাবরই দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এই সিদ্ধান্তে কেকেআরের দল গঠনে পরিবর্তন আসবে বলেই মনে করা হচ্ছে, পাশাপাশি আইপিএল ২০২৬-কে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও শুরু হয়েছে নতুন জল্পনা।


Leave feedback about this