জনতার কলম ওয়েবডেস্ক :- বাকুতে চলছে আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, সেই প্রতিযোগিতায় শুটিংয়ে দেশকে সপ্তম অলিম্পিক কোটা এনে দিলেন ট্র্যাপ শুটার রাজেশ্বরী কুমারী। প্রতিযোগিতা থেকে এখনও পর্যন্ত পুরুষ ও মহিলা শুটারদের মিলিয়ে সাতটি অলিম্পিক কোটা পেয়েছে ভারত। মেয়েদের ট্র্যাপ শুটিংয়ে দ্বিতীয় মহিলা হিসেবে অলিম্পিক কোটা পেলেন তিনি। দুটো রাউন্ড ছিল বুধবার এবং তিনটে বৃহস্পতিবার। মোট ছয়জন শুটার ফাইনালে ওঠেন। ট্র্যাপের ফাইনালে সোনার পদক জিতেছেন চিনের চুন ই লিন। ৫০ শটের মধ্যে তাঁর স্কোর ৪০। ইতালির জেসিকা রোসি রুপো পেয়েছেন ৩৯ স্কোর গড়ে। তৃতীয় স্থানে শেষ করেন জার্মানির ক্যাথরিন মুর্চে। ভারতের মেয়েদের ট্র্যাপ শুটিং টিমও পদক জিততে পারেননি। রাজেশ্বরী, মণীষা এবং প্রীতি মিলে ৩৪৪ স্কোর গড়েন।
খেলা
আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সপ্তম অলিম্পিক কোটা এনে দিলেন ট্র্যাপ শুটার রাজেশ্বরী কুমারী
- by janatar kalam
- 2023-08-25
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this