2024-12-16
agartala,tripura
খেলা রাজ্য স্বাস্থ্য

অ্যারোবিক ওয়ার্ল্ড নামে একটি সংস্থার উদ্যোগে যোগা প্রতিযোগীতা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অ্যারোবিক ওয়ার্ল্ড নামে একটি সংস্থার পক্ষ থেকে রবিবার এক যোগা প্রতিযোগীতার আয়োজন করা হয়। এই প্রতিযোগীতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ২ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। বিভিন্ন বিভাগেট প্রতিযোগিরা তাদের পারফরম্যান্স তুলে ধরে এই প্রতিযোগিতায়। আয়োজক সংস্থার পক্ষ থেকে স্নিগ্ধ রায় জানিয়েছেন রাজ্যের যোগা প্রতিভাবান ছাত্র-ছাত্রীরা যেন রাজ্য,বহিরাজ্য, এমনকি সারা দেশের মধ্যে যেন নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে তার জন্যই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে রবিবার বিকেলে প্রতিযোগিতার মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে জানান স্নিগ্ধা রায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service