জনতার কলম ওয়েবডেস্ক :- মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ১২তম আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের প্লাস বৈঠকে (ADMM-Plus) অংশ নেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের প্রতিরক্ষা সহযোগিতা কেবল কৌশলগত সম্পর্ক নয়, এটি গোটা অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সক্ষমতা বৃদ্ধির এক ইতিবাচক উদ্যোগ।
রাজনাথ সিং জানান, ADMM-Plus ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ এবং ইন্দো-প্যাসিফিক ভিশন-এর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তিনি জোর দিয়ে বলেন, ভারতের ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা ভাবনা শুধু প্রতিরক্ষা সহযোগিতাতেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তি বিনিময় ও মানবসম্পদ বিকাশও ঘনিষ্ঠভাবে জড়িত।
প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, নিরাপত্তা, বৃদ্ধি ও টেকসই উন্নয়নের সংযোগই ভারত-আসিয়ান সম্পর্কের প্রকৃত চেতনা। তিনি পুনরায় স্পষ্ট করে জানান, ভারতের দৃষ্টিভঙ্গি সবসময়ই “খোলা, অন্তর্ভুক্তিমূলক ও নিয়মভিত্তিক ইন্দো-প্যাসিফিক অঞ্চল”-এর পক্ষে।
রাজনাথ সিং জানান, ADMM-Plus-এর ১৬তম বছরে ভারত এখন আরও ঘনিষ্ঠ সহযোগিতায় আগ্রহী—যাতে সংলাপ, পারস্পরিক আস্থা ও আঞ্চলিক শান্তি আরও জোরদার হয়। তিনি “MAHASAGAR” ধারণার (Mutual and Holistic Advancement for Security and Growth across Regions) মাধ্যমে সহযোগিতা ও উন্নয়নের আহ্বান জানান।
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারতের অন্যতম অগ্রাধিকার হলো প্রতিরক্ষা সহযোগিতায় জলবায়ু সহনশীলতাকে অন্তর্ভুক্ত করা। পরিবেশগত চাপ, সম্পদের ঘাটতি ও সংঘাতের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, এই বিষয়টি এখন আঞ্চলিক নিরাপত্তা আলোচনার অপরিহার্য অংশ।
রাজনাথ সিং আরও জানান, ADMM-Plus প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতের উদ্যোগগুলো এখন আসিয়ানের কৌশলগত দৃষ্টিভঙ্গির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে মিলিত হয়েছে। এই সম্পর্ক প্রতিযোগিতামূলক নয়, বরং পরিপূরক — যা যৌথ উন্নয়ন ও স্থিতিশীলতার পথে সহায়ক হবে।
উল্লেখ্য, আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের এই বৈঠকই সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের পরামর্শ ও সহযোগিতা ফোরাম। গতকাল রাজনাথ সিং ২য় আসিয়ান-ভারত প্রতিরক্ষা মন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠকেও অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার তিনি সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছান।





Leave feedback about this