2025-11-21
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য স্বাস্থ্য

অসুস্থ রাজীব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মানিক সাহা

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরা বিজেপির সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই বুকে অস্বস্তি অনুভব করছিলেন তিনি। শুক্রবার সকালে ব্যথা বেড়ে গেলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকদের সন্দেহ—তিনি হালকা কার্ডিয়াক অ্যারেস্টের সম্মুখীন হতে পারেন। বর্তমানে তিনি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। পরিস্থিতি বিবেচনা করে অ্যাঞ্জিওগ্রাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুরুতর কোনো ব্লকেজ ধরা পড়লে তৎক্ষণাৎ স্টেন্ট বসানোর ব্যবস্থা করা হবে বলেও হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

খবর পেয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ছুটে যান হাসপাতালে এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য নেন। পরে সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী জানান,

“বিগত কয়েকদিন ধরেই ব্যথা অনুভব করছিলেন তিনি। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। অ্যাঞ্জিওগ্রামের রিপোর্টে যদি গুরুতর কিছু ধরা পড়ে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে স্থানান্তরের কথাও ভাবা হচ্ছে।”

 

মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমেও রাজীব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করে লেখেন—

“ত্রিপুরা বিজেপি সভাপতি ও রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্যজি অসুস্থ। হাসপাতালে তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি।” দলের বহু নেতা-কর্মীও হাসপাতালে ভিড় জমিয়েছেন এবং তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service