2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

অসুস্থ বাম নেতা নিশির দাসকে দেখতে জিবি হাসপাতালে ছুটে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অসুস্থ বাম নেতা নিশির দাস। বর্তমানে তিনি রাজধানীর প্রধান রেফারেল হাসপাতাল জীবিত চিকিৎসাধীন। শুক্রবার অসুস্থ বাম নেতা নিশির দাসকে দেখতে জিবি হাসপাতালে ছুটে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। কথা বললেন নিশির দাসের সাথে , চিকিৎসকদের সাথে কথা বলে অবগত হলেন উনার শারীরিক অবস্থার প্রসঙ্গে। পরিশেষে সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান , নিশির দাস ছিলেন বাম আন্দোলনের অন্যতম হেভিওয়েট নেতা , তিনি একসময় পুর কাউন্সিলরও ছিলেন।উনার জীবনকালে তিনি নিঃস্বার্থভাবে জনগণের সেবায় নিয়োজিত ছিলেন। তাছাড়া বাম নেতৃত্বদের নিশির দাসকে দেখতে আসা প্রসঙ্গে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে প্রতিমা ভৌমিক বলেন এরা টিপ্পনি মেরে বলেছেন যে জিবি হাসপাতালের সব রোগীদের প্রতিমা ভৌমিক চিকিৎসা করাচ্ছেন বলে , তাদেরকে জানান দিতে চায় শুধু নিশির দাস নন , উনার মত ত্রিপুরা রাজ্যের যে কোন প্রান্তের অসহায় কোন ব্যাক্তির যদি চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতার দরকার সে বিষয় যদি আমাদের গোচরে আসে আমরা অবশ্যই সেই ব্যাক্তির পাশে দাঁড়াবো বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service