2024-12-19
agartala,tripura
রাজ্য শিক্ষা

অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে বুনিয়াদী শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিল অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশন। শুক্রবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল দাবি সনদ পেশ করেন অফিসলেনস্থিত শিক্ষাভবনে বুনিয়াদী শিক্ষা অধিকর্তার কাছে।

নেতৃত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা। তাদের দাবির মধ্যে রয়েছে বুনিয়াদী শিক্ষা দপ্তরে প্রতিবন্ধকতা যুক্ত মানুষ যারা রয়েছেন তাদের অভিযোগ শোনার জন্য একজন বিশেষ দায়িত্ব প্রাপ্ত আধিকারিক নিয়োগ, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে দৃষ্টিহীন শিক্ষকদের পাঠদানে অসুবিধা হচ্ছে সিলেবাস অনুযায়ী ব্রেইল বই না থাকায়।

তাই দৃষ্টিহীন শিক্ষকদের পাঠদানের সুবিধার জন্য সিলেবাস অনুযায়ী ব্রেইল বইয়ের ব্যবস্থা করা, দৃষ্টিহীন শিক্ষকদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা, বুনিয়াদী শিক্ষা দপ্তরে পড়ে থাকা শূন্যপদ পূরণ করার দাবি জানায় তারা।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service