2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

অল্পের জন্য রক্ষা পেল বেসরকারি স্কুলসহ স্কুলে থাকা শিশুরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য বেসরকারি প্রাথমিক ইংরেজি মাধ্যম স্কুল। আর এই স্কুলগুলিতে প্রাক প্রাথমিক শিক্ষা নিতে প্রতিদিন প্রচুর সংখ্যক শিশু ছুটে বেড়াচ্ছেন। প্রতিমাসে অভিভাবকদের কাছ থেকে মোটা অংকের অর্থের বিনিময়েই চলছে বেসরকারি এই ইংরেজি মাধ্যম স্কুলগুলি। কিন্তু ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো নিয়ে প্রায় সময় উঠছে নানা প্রশ্ন। সোমবার দুপুরে বেসরকারি একটি প্রাক প্রাথমিক ইংরেজি মিডিয়াম স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনাকে সেই প্রশ্ন যেন আরও বেশি করে উঁকি দিচ্ছে। এদিন অল্পের জন্য রক্ষা পেল বেসরকারি স্কুলটিসহ স্কুলে থাকা পড়ুয়ারা । ঘটনা রাজধানী আগরতলার বনমালীপুর রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকা। সেখানে রয়েছে ইউরো কিডস নামে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। সোমবার দুপুরে স্কুল চলাকালীন সময় আচমকা, বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে আগুন লেগে এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে স্কুলের একাংশ। এতে অভিভাবকসহ স্কুলের শিশুদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। যদিও উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি না হলেও, সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো যে, বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে এদিন রক্ষা পেল স্কুলের কচিকাঁচা শিশুরা। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনার পর, স্কুলের পরিকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দেয় অভিভাবক মহলে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service