জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা অলম্পিক এসোসিয়েশনের সম্পাদক রূপক দেব রায় এর বিরুদ্ধে ফের জেলা ও দায়রা জজের আদালতের সামনে বিক্ষোভ দেখিয়েছে খেলোয়ারা । তাদের বিক্ষোভ অবিলম্বে যাতে রূপক দেব রায়কে, অলিম্পিক এসোসিয়েশন থেকে বরখাস্থকরে তার বিরুদ্ধে তদন্ত করা হোক । এ নিয়ে খেলোয়াররা রাজ্যের মুখ্যমন্ত্রী ও ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন । পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছে আগামী কিছুদিনের মধ্যেই এই বিষয়গুলি সম্পর্কে অবহিত করার জন্য মুখ্যমন্ত্রী ও প্রিয় মন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে খেলোয়াড়রা । তাদের দাবি অলিম্পিক এসোসিয়েশনকে দুর্নীতিমুক্ত করে জাতীয় স্তরের হকি খেলাকে বাঁচিয়ে রাখতে হবে ।, কেননা রাজ্যে অনেক প্রতিভাবান হকি খেলোয়াড় রয়েছে । তারা শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত সম্পাদকের কারণে বহির রাজ্যের কোন খেলায় অংশগ্রহণ করতে পারেনা । আরও অভিযোগ বর্তমান সম্পাদকের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির বহর বেড়েছে । এই সম্পত্তি বৃদ্ধির পেছনে ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের বরাদ্দ অর্থ । যার ফলে ক্ষুব্ধ খেলোয়াররা শুক্রবার কোর্ট চত্বরে বিক্ষোভে শামিল হয়েছে । প্রসঙ্গত এদিন এসোসিয়েশনের সম্পাদকের বিরুদ্ধে হওয়া একটি মামলার হেয়ারিং ছিল ।
Leave feedback about this