2025-03-19
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

অভয়নগর বাজার সংলগ্ন পুকুরের সংস্কার কাজ খতিয়ে দেখলেন মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহর আগরতলায় ইতিমধ্যে বেশ কয়েকটি পুকুর সংস্কার করা হয়েছে। আরো কয়েকটি সংস্কারের কাজ চলছে। এর মধ্যে রয়েছে অভয়নগর বাজার সংলগ্ন পুকুরটি। তাছাড়া ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন পুকুরটিও সংস্কার করা হচ্ছে। মেয়র দীপক মজুমদার বুধবার এই কাজগুলি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন মেয়র ইন কাউন্সিল প্রদীপ চন্দ, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্নরা।

অভয়নগর বাজার সংলগ্ন পুকুরটি সংস্কার কাজ খতিয়ে দেখার পর মেয়র জানান, চার দিকে বাউন্ডারি ওয়াল, রাস্তা, আলোর ব্যবস্থা করা, পাকা ঘাট নির্মাণ সহ পুকুরটি সংস্কার করা হচ্ছে। এদিকে ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন পুকুরটিও সংস্কার করা হচ্ছে বলে জানান তিনি। দুইটি পুকুর সংস্কারের জন্যে প্রায় পোনে পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি।

মেয়র দাবি করেন, তাদের পরিচালিত বোর্ড গঠনের পর শহরের বিভিন্ন পুকুরগুলি সংস্কার করা হচ্ছে। জায়গা নিয়ে কোনো সমস্যা থাকলে তা সমাধানের পর সংস্কারের কাজে হাত দেওয়া হচ্ছে। পরিবেশের বাস্তুতন্ত্র রক্ষায় জলাশয় রক্ষা করা একান্ত জরুরি। সংস্কারের অভাবে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় অনেক পুকুর নষ্ট হয়ে গেছে। বর্তমান পুর নিগম পরিচালিত বোর্ড সেগুলি সংস্কার এর কাজ চালিয়ে যাচ্ছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service