জনতার কলম ওয়েবডেস্ক :-অবৈধ বেটিং অ্যাপ ‘ওয়ান-এক্স-বেট’ (1xBet)-এর সঙ্গে জড়িত অর্থ পাচার মামলায় ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ানকে জিজ্ঞাসাবাদ করছে প্রবর্তন অধিদফতর (ED)। ধাওয়ানের বিরুদ্ধে অভিযোগ, তিনি এই অ্যাপের কিছু বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ছিলেন এবং এর মাধ্যমে তার ভূমিকা বা আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে ইডি। বৃহস্পতিবার সকাল ১১টায় ধাওয়ানকে দিল্লির ইডি সদর দফতরে হাজির হতে সমন পাঠানো হয়। সেখানে তিনি উপস্থিত হওয়ার পরই তার বিবৃতি রেকর্ড করা হয়। এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অর্থপাচার প্রতিরোধ আইন (PMLA)-এর আওতায়।
এর আগে এই একই মামলায় প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাকেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সংস্থার দাবি, শিখর ধাওয়ান তার জনপ্রিয়তা ব্যবহার করে এই বেটিং অ্যাপকে প্রচার করেছিলেন কি না এবং এর বিনিময়ে তিনি কোনো আর্থিক বা অন্য সুবিধা পেয়েছেন কি না, তা এখন তদন্তাধীন। গত কয়েক মাসে ইডি একাধিক অবৈধ বেটিং অ্যাপ ও প্ল্যাটফর্মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এর মধ্যে কিছু কোম্পানি ও ডিজিটাল প্ল্যাটফর্মও তদন্তের আওতায় এসেছে। গত মাসে ‘প্যারিম্যাচ’ নামের আরেকটি বেটিং অ্যাপকে কেন্দ্র করে বহু রাজ্যে তল্লাশি চালানো হয়েছিল।
ইডি জানিয়েছে, এ ধরনের বেটিং অ্যাপ কেবল বেআইনি নয়, বরং এর মাধ্যমে বড় অঙ্কের অর্থপাচার এবং ট্যাক্স ফাঁকির কাজ হয়। অভিযোগ, এসব প্ল্যাটফর্ম কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং বহু মানুষকে ঠকিয়েছে। তাই এখন সংস্থা শুধু নেটওয়ার্ক নয়, বরং এর প্রচারে যুক্ত সিনেমা ও ক্রিকেট জগতের তারকাদের ভূমিকাও খতিয়ে দেখছে। যদিও এখনও পর্যন্ত শিখর ধাওয়ানের বিরুদ্ধে কোনো সরাসরি অভিযোগের প্রমাণ মেলেনি, তবুও তদন্তকারীরা মনে করছেন, এই মামলায় আরও বড় নাম সামনে আসতে পারে।
একটি বাজার সমীক্ষা অনুযায়ী, ভারতে প্রায় ২২ কোটি মানুষ অনলাইন বেটিং অ্যাপ ব্যবহার করেন, এর মধ্যে প্রায় ১১ কোটি নিয়মিত ব্যবহারকারী। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের অনলাইন বেটিং বাজারের আকার ইতিমধ্যেই ১০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি, এবং প্রতিবছর তা প্রায় ৩০% হারে বৃদ্ধি পাচ্ছে।
সরকার সংসদে জানিয়েছে, ২০২২ সাল থেকে জুন ২০২৫ পর্যন্ত মোট ১,৫২৪টি নির্দেশ জারি করা হয়েছে, যাতে বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়ার প্ল্যাটফর্ম ব্লক করার কথা বলা হয়েছে।
Leave feedback about this