জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদেশে বসবাসরত ,কর্মরত এবং শিক্ষার জন্য যাওয়া ভারতীয়দের প্রয়োজনীয় সুবিধা দেওয়া কনস্যুলার পরিষেবা ও অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকারকে সহায়তা করতে বিদেশ সম্পর্ক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়। এর ফলে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক ও রাজ্য সরকার উভয়ই তাদের দায়িত্ব ,করনীয় সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে অবগত হচ্ছে।
বর্তমানে বিদেশে প্রায় তিন কোটি ৫০ লাখ ভারতীয় রয়েছেন। সোমবার রাজ্য অতিথিশালায় বিদেশ সম্পর্ক শীর্ষক আলোচনা সভায় একথা বললেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব অংকন ব্যানার্জি। প্রথমবারের মতো ত্রিপুরায় হয় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ও বিদেশ মন্ত্রকের সহযোগিতায় এই বিদেশ সম্পর্ক অনুষ্ঠান। বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব জানান সবচেয়ে বেশি ভারতীয় রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন সংযুক্ত আরব আমির সাহিতে। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক প্রবাসী ভারতীয়,বিদেশে কর্মরত ও শিক্ষার সুযোগ নিতে যাওয়া ভারতীয় শিক্ষার্থীদের কিভাবে সাহায্য সহযোগিতা করে থাকে ,কিভাবে বিভিন্ন সুবিধা দেওয়া হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় করেন তিনি।
এদিন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব অংকন ব্যানার্জি বলেন, অবৈধ অনুপ্রবেশ রুখতে বর্তমান কেন্দ্রীয় সরকার সচেষ্ট। বিদেশ সম্পর্ক আলোচনায় উপস্থিত ছিলেন রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, রাজ্য পুলিশের ডি জি পি ইন্টিলিজেন্স, রিজিওনাল পাসপোর্ট অফিসার আশিস মিদ্দা, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, বিদেশ মন্ত্রকের অবর সচিব, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সচিব সহ অনান্য আধিকারিকরা। বিদেশ সম্পর্ক শীর্ষক আলোচনা সভায় বিভিন্ন বিষয় উঠে আসে।
Leave feedback about this