2024-12-19
agartala,tripura
অপরাধ রাজ্য

অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশীদের প্রবেশ অবাধ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশী নাগরিকের আনাগুনায় উদ্বেগ বাড়ছে সীমান্তবর্তী গ্রামগুলিতে ।প্রায় প্রতিদিন সীমান্তবর্তী গ্রামগুলি ডিঙিয়ে এপারে পাড়ি জমাচ্ছে বাংলাদেশী নাগরিকরা । দিব্যি বুক ফুলিয়ে ব্যবসা করছে প্রত্যন্ত গ্রামাঞ্চলে । উদ্বিগ্ন পুলিশ প্রশাসন ।বিগত বেশ কিছুদিন ধরেই তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধভাবে ভারতে বাংলাদেশী নাগরিকদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। হাতেগোনা কিছু ক্ষেত্রে পুলিশ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সফলতা অর্জন করতে পারলেও অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে গোটা রাজ্যেই অবৈধ অনুপ্রবেশ কারীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ঘটনার বিবরণে প্রকাশ, গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ বিশেষ অভিযান সংঘটিত করে সন্দেহভাজন ১২ জনকে নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে। সংশ্লিষ্ট বিষয় নিয়ে পুলিশের বক্তব্য হচ্ছে দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়াতে একটা অংশের ভিন্ন রাজ্যের মানুষ এবং বাংলাদেশিরা ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস ফেরি করছে। রবিবার যাদেরকে আটক করা হয়েছে পুলিশের অনুমান তাদের মধ্যেও বাংলাদেশি নাগরিক রয়েছে । এদিকে পুলিশ সূত্রেও স্বীকার করা হয়েছে ধৃতদের মধ্যে অধিকাংশই রয়েছে বাংলাদেশি নাগরিক । তাদেরকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে আসল রহস্য বেরিয়ে আসবে ।প্রসঙ্গত বাংলাদেশীদের অবৈধ অনুপ্রবেশ এখনও রাজ্যে অব্যাহত রয়েছে .। বাংলাদেশি অনুপ্রবেশদের মূল কারণ হচ্ছে ত্রিপুরা রাজ্যে বসবাসকারী বহু বাংলাদেশী নাগরিকের অবৈধভাবে ভারতীয় পাসপোর্ট , ভোটার আইডি কার্ড, আধার কার্ড থেকে শুরু করে সমস্ত কাগজপত্র রয়েছে । যার ফলে পুলিশও এ ধরনের লোকগুলোকে চিহ্নিত করতে হিমশিম খাচ্ছে ।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service