2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

অবিলম্বে কৃষকদের দুর্দশা দূর করতে এবং আর্থিক ক্ষতিপূরনের দাবি জানিয়ে ডেপুটেশন কংগ্রেসের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার উদয়পুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা কংগ্রেসের এক প্রতিনিধিদল গোমতী জেলার উদয়পুর মহকুমার শাসকের নিকট ও বিশালগড় জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধিদল চারিলাম সেক্টর কৃষি অধিকর্তার নিকট আলাদা আলাদা ভাবে অবিলম্বে চাষী ও কৃষকদের দুর্দশা দূর করতে এবং আর্থিক ক্ষতিপূরনের দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করেন। তাদের অভিযোগ রাজ্যের বিভিন্ন জেলায় বর্ষণের ফলে চাষাবাদের সঙ্গে যুক্ত কৃষকরা বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন, চাষাবাদের সঙ্গে যুক্ত সমস্ত কৃষকদের এই দুর্দশায় উদ্বিগ্ন কংগ্রেস। ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষয়ক্ষতি দুরীকরণে রাজ্য সরকার কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেননি। তারই পরিপ্রেক্ষিতে কৃষকদের আর্থিক সহায়তার পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ অবদানের দাবিতে আজকের এই ডেপুটেশন প্রদান বলে জানিয়েছেন কংগ্রেসের নেতৃত্বরা।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service