2025-05-11
Ramnagar, Agartala,Tripura
দেশ

অপারেশন সিঁদুর বুঝিয়েছে, সীমান্তের ওপারেও জঙ্গিরা নিরাপদ ভাবে থাকতে পারবে না: রাজনাথ

জনতার কলম ওয়েবডেস্ক :- অপারেশন সিঁদুর’ নিয়ে এই প্রথম মুখ খুললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি রবিবার লখনউতে ব্রহ্মস মিসাইলের নয়া ইউনিটের উদ্বোধন করেন ভার্চুয়াল মাধ্যমে। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘সিঁদুর শুধু একটি সামরিক অপারেশন ছিল না, এটি একটি সংকল্প। যারা সিঁদুর মুছেছিল, অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত তাদের যোগ্য জবাব দিয়েছে।’ 

পাশাপাশি, রাজনাথের বক্তব্য, ‘অপারেশন সিঁদুর বুঝিয়েছে, সীমান্তের ওপারেও জঙ্গিরা নিরাপদ ভাবে থাকতে পারবে না।’ ‘অপারেশন সিঁদুর’-এর ব্যাখ্যা করে প্রতিরক্ষামন্ত্রীর সংযোজন, ‘অপারেশন সিঁদুর কেবলমাত্র একটি সামরিক পদক্ষেপ নয়। এটা ভারতের রাজনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক শক্তির প্রদর্শন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির পরিচয় দিয়েছে এই অপারেশন। ভারত দেখিয়ে দিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যখন আমরা কোনও অ্যাকশন নিই তখন সীমান্ত পারেও জঙ্গি এবং তাদের মদতদাতারা রেহাই পাবে না।’

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service