জনতার কলম ওয়েবডেস্ক :- পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার বদলা নিতে ‘অপরেশন সিঁদুর’ অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। অভিযানের তিন দিন বাদে এ নিয়ে নীরবতা ভাঙলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত ও সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসেবালে। শুক্রবার (৯ মে) এক লিখিত বিবৃতিতে দুজনেই ভারতীয় সেনার প্রশংসা করে বলেছেন, ‘অপারেশন সিঁদুর’ অনিবার্য ও প্রয়োজনীয় ছিল। সেনার অভিযান ভারতের আত্মমর্যাদা ও ভারতীয়দের মনোবল অনেকটা বাড়িয়েছে।’
গত ২২ এপ্রিল কাশ্মীরের অনন্তনাগ জেলা পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় অতর্কিতে হামলা চালিয়ে ২৬ জনকে (২৫ জন পর্যটক ও স্থানীয় এক ঘোড়াচালক) নৃশংসভাবে খুন করেছিল পাক মদতপুষ্ঠ জঙ্গিরা। ওই হামলার বদলা নিতে গত মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। পাকিস্তান ও পক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈয়বা ও হিজবুল মুজাহিদিনের একাধিক ডেরা ক্ষেপণাস্ত্র দিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে। পাশাপাশি গত ৪৮ ঘন্টায় পাক সেনাবাহিনীর একধিক হামলা ভেস্তে দিয়েছে। উল্টে লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, করাচি-সহ একাধিক শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ছারখার করে দিয়েছে। ভারতীয় সেনারওই সাহসিকতা ও বীরত্বকে কুর্নিশ জানিয়েছে গোটা দেশবাসী।
এদিন বিবৃতিতে সঙ্ঘপ্রধান মোহন ভাগবত ও সংগঠনের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসেবালে বলেছেন, ‘পহেলগাঁওয়ে নিরস্ত্র পর্যটকদের উপর কাপুরুষোচিত হামলার পর সন্ত্রাসীদের এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনী কর্তৃক শুরু করা অভিযান প্রংশসার যোগ্য। আমরা সম্পূর্ণরূপে একমত যে পাকিস্তানে সন্ত্রাসীদের, তাদের অবকাঠামো এবং সহায়তাকারীদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া দেশের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় এবং অনিবার্য। জাতীয় সঙ্কটের এই সময়ে সমগ্র দেশ সরকার এবং সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে।’
Leave feedback about this