2025-05-07
Ramnagar, Agartala,Tripura
অপরাধ দেশ বিশ্ব

অপারেশন সিঁদুরে জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহারের ১০ আত্মীয় নিহত 

জনতার কলম ওয়েবডেস্ক :- কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার বদলায় ভারত যে অভিযানে নেমেছে, সেই অপারেশন সিঁদুরে জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহারের ১০ আত্মীয় নিহত হয়েছে। একই ঘটনায় প্রাণ হারিয়েছে তার চার সহযোগী। বিবিসি লিখেছে, পাঞ্জাবের বাহাওয়ালপুরে ‘সুবহান আল্লাহ’ মসজিদে এ ঘটনা ঘটে।

জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মুহাম্মদ বুধবার এক বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে আজহারের বড় বোন ও তার স্বামী, ভাগ্নে ও তার স্ত্রী, এক ভাতিজি এবং পরিবারের পাঁচ শিশুও রয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলায় আজহারের তিনজন ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের একজনের মা মারা গেছেন।

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৯৯৪ সালে মাসুদ আজহার ভারতে গ্রেপ্তার হয়েছিলেন।ভারতীয় একটি বেসামরিক বিমান ছিনতাই করে তালেবানশাসিত আফগানিস্তানে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে ১৯৯৯ সালে। সেই সময় ক্রু ও যাত্রীদের জীবনের বিনিময়ে ভারত যে তিনজনকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, মাসুদ আজহার তাদের একজন।

ভারত থেকে ছাড়া পাওয়ার পর মাসুদ আজহার সশস্ত্র গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ প্রতিষ্ঠা করেন।এনডিটিভি লিখেছে, ৫৬ বছর বয়সী মাসুদ আজহার ভারতের একাধিক সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন, যার মধ্যে রয়েছে ২০০১ সালের পার্লামেন্ট হামলা, ২০০৮ সালের মুম্বাই হামলা এবং ২০১৬ সালের পাঠানকট হামলা।

জইশ-ই-মুহাম্মদ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারত-শাসিত কাশ্মীরে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালিয়ে ভারতের ৪০ জন আধাসামরিক বাহিনীর সদস্যকে হত্যা করে। সেই ঘটনার পর দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার সৃষ্টি হয়। মাসুদ আজহার পাকিস্তানে থাকেন বলে চাউর হলেও ইসলামাবাদ বরাবরই তার সম্পর্কে কোনো তথ্য থাকার কথা অস্বীকার করেছে।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। তার বদলায় মঙ্গলবার গভীররাতে পাকিস্তানে হামলা চালায় দিল্লি। ইসলামাবাদও গোলাবর্ষণসহ সামরিক জবাব দিয়েছে। এ সংঘাতে পাকিস্তানে অন্তত ২৬ জন এবং ভারতে ১০ জন মারা গেছে। যদিও ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অন্তত ৭০ জন ‘সন্ত্রাসীকে’ হত্যা করার দাবি করেছে ভারত।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service